তোকে, চোখ দিয়ে দেখেছি,
তোকে হাত দিয়ে ছোঁবোও-,
দেখ্-! তোর কথা লিখেছি-;
তোর, নাম এতে দেবোও-।


বল্-! কি নাম দি তোর ?
সেই 'কবিতা'ই রাখি না-!
যদি মনে হয়- বড়জোর
তোর ডাক নামে ডাকি না...।


তবে, ডাক নামে ডাকি যদি-,
হয় বুকখানা- ধড় ধড়;
তোকে, আর কোনো নাম দি-;
যদি, বলি তোকে- 'দিলবর'।


তাতে, তোর কি'বা এসে যায়-!
আমি, যা- খুশি রাখবো,
যদি-, মেহফিলে মিলে যায়
তবে, 'চামচিকে'-ও ডাকবো !


যদি, শুনে এতে রেগে যাস,
তবে,  বলি তুই রেগে যা,
আর রেগে যদি চলে যাস্,
তবে, এক্ষুণি- বেগে যা-!


আহা, তোর ওই চলনে
হয়, দিলখানা বড় খুশ,
তাই, এই হৃদ গলনে-
তোর সবটাতে আছে ঘুষ।