তুমি  ভুলে গেলে ভুলেই যেও-, আমি ভুলবো না,
তুমি  বাঁধা শিকল খুলেই যেও-, আমি খুলবো না।
        আমি     জনম জনম জনম- ধরে
        তোমায়,   বাঁধবো আরো শক্ত করে;
তুমি  পারলে বাঁধন খুলেই যেও-, আমি খুলবো না ।
তুমি  ভুলে গেলে ভুলেই যেও- আমি ভুলবো না ।।


তোমার  হৃদয় মাঝে- রইলে সদা আমার লেখা গান
তুমি   সে গান টুকু গেয়েই যেও, রাখতে প্রেমের মান ।
          ওহে-,    তখন প্রেমের গানে গানে
          তুমি    থাকবে যেথা সেই সেখানে-
আমার  সকাল হতে রইবে কেবল- 'শুধুই ফুল বোনা' ।
তুমি  ভুলে গেলে ভুলেই যেও- আমি ভুলবো না ।।


যখন   বিকেল হবে খেলার মাঠে খেলতে গিয়ে খেলা
তখন   পাই যেন গো আমার পা'য়ের- পা'য়েতে পা ফেলা ।
         যদি   সে সব খেলা ভুলেই গিয়ে
         যদি    আসতে না চাও এ পথ দিয়ে-
তবে  বাঁধা দোলা রইবে তেমন- আমি দুলবো না।
তুমি,     ভুলে গেলে ভুলেই যেও- আমি ভুলবো না ।।