বলি বলি বলে আর হলো না বলা
একসাথে কিছু পথ হলো না চলা,
বেদনাবিধুর মন কয়জনা বোঝে!
মন শুধু চারিদিকে ঠিকানা খোঁজে...।


পেয়ে যাই ঠিকানাও, খুব পাশাপাশি–
আছে প্রেম, আর আছে ভালোবাসাবাসি।
যেই ভাবি– ফুলে ফুলে ভরে দেবো ডাল
ভালোবাসি বলে দেবো আজ; নাঃ কাল...


কাল, কাল করে কাল– যায় বয়ে সাল
মন নদী গতিহারা..., ছিঁড়ে গেছে পাল।
বিরহের মাঝে যত হয় কোলাকুলি,
ঢেউহীন বুক, তবু– বেশ দোলাদুলি...