মূল্য যে আজ হারিয়ে গেছে
     সব গুণমান কাজে;
অন্যায়, আজ বাড়তে বাড়তে
     পিঁয়াজ রূপী ঝাঁঝে ।
কিন্তু দেখি- সবাই কে আজ
মেঘ আকাশের অরূপী বাজ;
তাইতো যে আজ প্রশ্ন আসে
     মনেই মাঝে মাঝে- !
নিস্তেজ আজ সমাজ, তবে-
    তোমরা কেন লাজে ?
বন্ধু, তুমি বাড়াও হাত-
    এই ধরণীর মাঝে !
হাটিয়ে দাও-! সব কারাবার,
নিজেরে চুপ- রেখো না আর
যে যা বলুক ! তোমার ত্যাজ-,
    রেখো না বেকার সাজে ।
ওই যে শোনো-, আহ্বানেতে
     রণডঙ্কাই- বাজে;
নিজেরে তাই- বিলিয়ে দাও ,
     সকল ভালো কাজে,
মৃত্যুরে যদি- করছো ভয় ,
মিলবে তবে খুব পরাজয় !
তখন তুমি- পলির মতো  
   থাকবে বালির ভাঁজে !
বন্ধু তুমি বাড়াও হাত-
     এই ধরণীর মাঝে  ।