দূর হতে হতে হই যদি নিকট
দূর তবে– আরো দূর হোক সবে।
বিরহের ঘটা কেটে কান্নার বিকট
শব্দেরা হাসির রূপ নিয়েছে বা কবে!


না ছুঁয়ে যখন– তোমার মন ছুঁয়েনি
সেখানে দেহ ছোঁয়া কোনো কাজে না।
ভালোবাসা আসলেতে একগুঁয়েমি,
আমাদের কাছাকাছি কভু সাজে না।