আমার কখন খুশি হাসে, আমার কখন দুঃখ হাসে,
আমার দুঃখ খুশি এই জীবনে থাকলো বারো মাসে। আমার, জানি না এ মন জীবিত কালে
         দুঃখ-খুশির তালে তালে
কোন সে সুরে, থেকেই দূরে-! মনটাকে আজ নাশে?
আমার দুঃখ-খুশি, এই জীবনে থাকলো বারো মাসে।


মনটা যে তাই খুব উদাসীন, খুবটা তো সহজ নয়-!
শুধু, করেই চলে গগনে-ভূতলে অযাচিত অভিনয়।
      আমার, জানি না এ মন কিসের তরে
         ছুটেই চলে রাত ও ভোরে,
ফুটে থাকা ওই গোলাপ-জুঁই কাকে বা চায় পাশে!    
আমার দুঃখ বুঝি– এই জীবনে থাকলো বারো মাসে।।