ছুটির দিনে একলা যখন থাকো,
জানলা খোলা কপাট বদ্ধ ঘরে


দুঃখ গুলো উড়িয়ে নিতে তোমার    
আগের মতো আমায় মনে পড়ে ?


কান্না এলে আঁচল তুলে দিতে–
আগের মতো আমায় কি আর ডাকো?

ভুলেই গেছো। হয়তো নেই মনে...
অকারণেই তোমার কথার সাঁকো।


সহজ ছিলো হিসেব নিকেশ যেথা
সেথায় তুমি জটিল চিহ্ন দিলে


ব্যর্থ আমি। হিসেবে তুমি সেথা–
ফলাফলে কি'বা তুমি পেলে?
  
কথায় কথায় আগুন নিয়ে খেলতে
সে আগুনে ভীষণ আমি জ্বললাম,
      
তোমার তো পুড়িয়ে দেওয়া সহজ!
আমি না হয় গড়বো মিউজিয়াম...