আজ  ভাবনা কেন আসছে না হায়- আমার মনের কোণেতে-?
তবে-, সন্ধ্যে কি গো- এসেই গেলো! ফুল কাননের বনেতে-?
       এই তো-! সবে শুরু তো হলো হাঁটা-!
       এ কেমন তবে জমলো বুকের পাটা-?
বুঝি-, এমনি তবে হেরেই যাবো-? জীবন কেনার রনেতে-!
আজ,  ভাবনা কেন আসছে না হায়- আমার মনের কোণেতে-?


দেখি-, কত কি চলে ধরারতলে-; দেখেও কিছু দেখি না,
বনে  ফুলও ফোটে-, সুবাসও ছোটে-, সে সব খাতায় লেখি না।
       প্রকৃতি, তো বেশ সুন্দর করে সাঁটা,
       এ কেমন তবে- জমলো বুকের পাটা?
যখন-, সবাই ভাবে নিজের মতো-, বাদ কেন আমি পনেতে-?
আজ,  ভাবনা কেন আসছে না হায়- আমার মনের কোণেতে-?