আগুন জ্বালা মোমবাতিটা- বলছে কি ভাই জানি না-?
জ্বলছে শুধু- নীরব মনে-, সে কথা আজ মানি না !
        জ্বলনে, তাই দেখছি ভাপে-
        কেমন করে নিজের মাপে
পুড়িয়ে নিজে, শিখিয়ে সে যে-, বলছে, এ কোনো বাণী না,
তবু তাকেই- দেখেই শিখি-; ‘চলার পথে গ্লানি না-’।


শেখায় আরো-, নীরব মনে। সব্বাইকে-, আরো দেখায়,
‘জ্বলতে পারি, গলতে পারি-, চলার পথে একায় একায়’।
        নিজে জ্বলেও-, কষ্ট হলেও
        শেখায় সকল, নিজে ভুলেও-
আমার মতো, তোমার মতো, চরণে কারোও মাথা না ঠেকায়,
বলতে গেলে-, মোমবাতিটা- ‘হিম্মত নিয়ে হাঁটতে শেখায়’।