আগুন হতে পারলে তোমায় খড়কুটো এনে দেবো
জ্বলবে তাতে-; তবে তুমি তার- ফুলকি হইও না;
দ্বিগুন হও তাতে যদি-, কেরোসিনও এনে দেবো
জ্বলবে তাতে-; তবে তুমি তার- ভুল কি-, হইও না ।


ভুলটা যত বলেই দিও-, ঠিকতে শুধরে নেবো
তাপের ভাপে- তবে তুমি ঠিক- ঝলসে যাইও না;
মুলটা অত দুর্বলে নয়-, টিকতে-, শুধরে নেবো
তাপের ভাবে- তবে তুমি তার কোলসে যাইও না ।


কারণ তোমায় জ্বলতে হবে-, জ্বালতে হবে ওদের'ই;
কারা তোমায়, ঠিক যেন কবে জ্বালিয়ে দিয়ে গিয়েছিল?
ধারন তাই করতে হবে-, সময় এখন শোধেরই-,
যারা তোমায়-, বাঁচার এ ভবে- ছিনিয়ে নিয়ে গিয়েছিল ।


আজ তাই জ্বলতে হলে- আগুন হতে পারবে তো ?
সেই আগুনে ওদের তবে- জ্বালিয়ে তুমি মারবে তো ?