এক দন্ড শান্তির জন্য
      অামি ছুটে চলেছি দিগন্তের  এপার হতে
                   ওপার অব্দি,
     ছুটে চলেছি বহু দিন,বহু মাস,বহু বছর কিংবা
                    বহুকাল ধরে।
       হাওয়ার ডানায় ভর দিয়ে ভেসেছি
             নীল নীলিমারর বুকে,
        উষ্ম শিমুল তুলার মত ভাসতে ভাসতে
        ক্লান্ত মনে ক্লান্ত শরীরে নিস্তেজ হয়ে গিয়েছি,
            অবশেষে ঠাই নিয়েছি
       পাহার পবর্ত উচু কোন শৃঙ্গে কিংবা
           কোন এভারেস্টের চুড়ায়
             শুধু এক দন্ড শান্তির জন্য।
        সময়ের পিঠে চড়ে ছুটেছি অামি
      লাগামটাকে শক্ত করে ধরেও ধরতে
                    পারি নি,
       বারবার ছিটকে পরেছি কঠিন ভূপৃষ্ঠেরর বুকে
         অাকরে ধরেছি ভূপৃষ্ঠেরর সরু গলাটাকে
         ঘুমিয়ে কাটিয়েছি শতাব্দীর পর শতাব্দী
               এক দন্ড শান্তির জন্য।