হৃদয়ের বিমুগ্ধতলে ,যতনে রেখেছি তোমায় ;
ফুলেল সৌরভ ছড়ায় দিয়ে ,সুবাসিত করো আমায় ।
লতার মতো জড়ায় আছো ,শুধু তুমিই আমার ভুবন ;
তোমার পরশ জ্যোত্‍স্নার সুধা ,স্নিগ্ধতায় ভরা দু 'নয়ন !


বকুল তুমি ঘুমের নূপুর ,নিশিরাগের জোনাক আলো ;
কালবৈশাখী ঝড়ের উচ্ছ্বাস ,ঝরণার কলতানে খেলো ।
স্নিগ্ধ শান্ত যখন দেখি ,গোধূলির নীরব সমীরণ ;
জীবন তরী ছন্দে ভাসে ,হতাশার মাঝে দোলে মন ।


বসন্তের বাহার তুমিময় ,সুখস্পর্শ যামিনীতে ;
সরমবিভাস শ্রীবদনে ,রতির আরতি প্রীতিতে ।
শশীমুখী রুপমাধুরী ,যেওনা গো আমায় ভুলে ;
রুধিরাক্ত চিত্ত হবে ,বধূটী যাও যদি ফেলে ।