Akm Shohidul Islam
April 30 ·


ঘামের এক একটা বিন্দু ঝরে •••
ঝরছে , আজও ঝরছে !
ক্লান্ত নির্ঝর ?
না ,ততকাল দেহে প্রাণ রবে ---
দিয়ে যাবে উজাড় করে ,
এ ধরার সকলকে !


বিনিময়ে জুটবে লাথি ,গালি ,অকথ্য ,অশালীন
অবাঞ্চিত শব্দের ঝংকার ,যুগের হাত ধরে !!


অধিকার ! সব কথার কথা •••
শতক তো পেরিয়েছে ,কী এলো ?
কি বা পেলো ,এদের নিয়ে চলে ব্যবসা - বাণিজ্য ,
লোক দেখানো যত্তসব উৎসব !!!
সেই যে তখন থেকে ---
আজোবধি !
বাজবে ডঙ্কা ,উলু ধ্বনি ,ফেষ্টুন আর
মুখরোচক তর্জন-গর্জনে
আকাশে মেঘের ভেলা শূন্য হবে !
বছর •••
ফিবছর !


আমি বলি ,মায়া কান্না কেনো ?
আর ওদের বলি ,লজ্জা করে না •••
দেখো ,শেখো ,"কাক কিন্তু কাকের মাংস খায় না !"
তুমি খাও ,তোমরা খাও •••
ছিবড়ে ছিবড়ে জীবন্ত লাশের শেষ রক্ত বিন্দু ।
বন্ধ হবে না ,উৎসব চলবে ঘটা করে ,
যেভাবে চলছে !!!
মনে রেখো ,শ্রম-ঘামে যে সভ্যতা ,
ভদ্দরনোক তোমরা ,জবাব একদিন দিতেই হবে
ঐ বিধাতার কাছে ,মুক্তি মিলবে না !