ওরে মানুষ বিবেক মানুষ
মানুষ কবে হবি ,
শব-ই যাবে একা একা
সাথে কি রে নিবি ?


অহং দেখি সারা দেহে
আকাশ দিয়ে হাঁটিস ,
মনের মাঝে প্যাঁচে ভরা
সাধুর বেশে হাসিস !!


শীতাতপের রঙিন ঘোরে
জীবন গেলো চলে ,
ভোগে মত্ত চুষে গেলি
বিবেক ফেলে জলে !!


কিংশুক স্বভাব সব হারাবি
ঘৃণা পাবি শেষে ,
বলছি তোরে ওরে অবুঝ
বাণে পাহাড় ধসে !!!


সময় আছে আয় ফিরে আয়
পুষ্পভরা জীবন ,
কর্মের মাঝেই মিলবে মুক্তি
সার্থক হবে জীবন ...