চুপ ! একটিও না , ও ঘুমিয়ে আছে … শান্ত !
শব্দ করো না …
জেগে যাবে ! কতকাল পরে –
আমার কোলে শিউলির মতো ,
অনন্ত অপেক্ষার শেষে ওর ছোঁয়াটুকু থাক না ।
ও বলতো আসবো ,দেখো ঠিক সময় হলে –
ক্লান্তি ঝরাতে ,আমার সবটুকু তখন নিংড়ে নিও …
শুধু তোমার হবো , মহাকাল সাক্ষী –
তোমার নীলাম্বরী তনু-মনে ,
পালের দমকা হাওয়ায় পাল্টে দেবো মানচিত্র …
সবুজাভ হবে ,শিশিরের পরশে স্নিগ্ধ হবে ---
ভোরের আলোয় দিবস পাবে !
পেয়েছি তো !
আমি ওকে পেয়েছি …
অনেক সাধনার পরে !
দেখছো না আমার অধর যুগল আজ রক্তিম ফাগে
আবীরে মেখেছে !
সারা অঙ্গে বসন্তের ঢেউ কেমন নাচছে !
ও কথা রেখেছে …
আমার প্রেম যে অমর অক্ষয় ,যতনে রেখেছিলাম ধরে ,
পূর্ণ করলো প্রিতম নগণ্য এই আমারে !
কিন্তু , ও চুপে কেনো ?
কেনো ,নির্জীব !
এ্যাই …শুনছো , ওঠো ,আর কত ঘুমাবে ?
আমার না বলা সুপ্ত কথাগুলো আজ সব যে বলবো তোমায় …
এ্যাই …ওঠো না প্লিজ …
শুনছো …
বেলা গড়িয়ে যায় ,
তার পথ ধরে ।
কফোঁটা অশ্রু গন্ড বেয়ে ঝরে পড়ে
সোহানের শুষ্ক অধরে …