মনের মাঝে অাছে যে গো
খুঁজি অামি যারে,
দিবানিশি যায় যে চলে
বুঝি না তো তাঁরে।
কতো দেখি তাঁরই ছোঁয়া
অামার অাগে-পিছে,
মুগ্ধ হয়ে নির্বাক অামি
সবই নিজের কাছে।
অাকাশ থেকে বৃষ্টি পড়ে
চেয়ে চেয়ে থাকি,
যেথায় উৎস সেথায় অাসে
কেমনে দেবে ফাঁকি।
এতো সৃষ্টির সুধা ভরা
অামাদেরই ধরা,
সবাই অাছে নিজের গুণে
বিমূর্ত তার গড়া।
দর্শন করো অন্তর চোখে
রুদ্ধ হবে নাকো,
অাশ্রয়শূন্য হবে নাতো
নির্ভীক হতে শেখো।
সৌম্য শান্ত চিত্তে তুমি
তাঁরই তরে থাকো,
জীবন সংসার সফল হবে
মসৃণ হবে সাঁকো।