নিবিড়তিমিরময় নিভৃত নিশীথে তনুমন জরে ,
তপ্ত বাষ্পের নির্ঝর কেনো আজ ঝরে ,
পর্যটক হিয়া আজ খুঁজে ফিরে তোমায় ...
তুমি কী বোঝ না ,
স্বপ্নের রাজকন্যা কামিনি হেনা ।


তব্ধ সমীর ...
তন্ময় আজও তোমা প্রেমেতে ,
স্বপ্নে ভাসি কোমল হস্তের স্পর্শ -
টানে আমায় নিয়ত পূর্ণিমাতে ।


পরমভূষিতা তরঙ্গিণী ঢেউ -তোলা তনু ,
আমার চিত্তের নিগুঢ়ে আজও আঁকে ,
সবুজাভ পার্বণ !


তোমার প্রকাশ -মূর্তি করেছে আমায় ,
দিয়েছে আমায় প্রখর উজ্জ্বলতা ;
সেই তীক্ষ্নতায় আমি ক্লান্ত ,আবেশে মোহিত ...
কামে ঘামে পরিতৃপ্ত প্লাবিত ।


তাই প্রীতিপ্রফুল্ল চিত্ত খোঁজে ,
প্রিয়সঙ্গিনী তোমায় দিবানিশি ,
বজ্রবেদন ক্ষণে সজল নয়নে !!!