জানি গলছি ,ফুরাচ্ছি নিত্য একা
প্রতিটি প্রহরের পথ ধরে ...
আমার শিখা যে নিভু প্রায় ,
ভুলে যেও ...
করো ক্ষমা !
মুছে ফেলো চিত্তের অতল থেকে !!
কত নিয়েছি ,এই দুটি হাত ভরে ...
বিনিময়ে শূন্য হাতে দিয়েছি ফিরিয়ে ,
কেনো জানো ...
এ ছাড়া যে জানা নেই ,
খোলা জানলার ওপাশে !!!
একা থেকেছি শতাব্দির ইট চাপা হূদয়ে !!
এই ক্লান্ত মাথাটি কারো কাঁধে রেখে ,
একটু জুড়াবো প্রাণ ---
সেই সুযোগটুকুও জোটেনি !!!
আঁচলের ছাঁয়ায় শত আকুতি -অবসাদ
তুলে দেবো ,সেই সুযোগটুকুও পাইনি ...
উড়েছি ঝড়-ঝঞ্ঝার মাঝেও ঈগল হয়ে ...
আজও তেমনি !!
চলেছি ,চলছি ...
অজানা গন্তব্যে !
মোম !
সেও তো চিহ্ন রেখে যায় : নিয়মের ধারাপাতায় ,
কিন্তু আমার আমিত্ব ,বিলীন হবে ...
শেষ নিশ্বাসের সাথে সাথে !
সুখে থেকো ,
যাবার বেলায় নাই বা বললাম ,
এই আমি
শুধু ...
থাক ,বাকীটা অজানা
সমীকরণ হয়ে !!