আচ্ছা বলতে পারো মানুষ কেনো কাঁদে ,
সহজ সরলই পড়ে পাঁতানো ঐ ফাঁদে !


অহং দেখো উড়ে নিম্ন বর্গের মাঝে ,
অসৎ লোকে ধরায় বর্ণচোরা সাজে ।


প্রেম কাননে বসে শাপলার সুবাস পাবে ,
যৌবন চিরসবুজ অরুণকিরণ ফাগে !


যেমন তুমি খাবে ফলটা তেমন হবে ,
মৃত হলেও ‘কর্মে’ সবার চিত্তে রবে ।


মানবতায় জাগো সত্য পথের বন্ধু
নিত্য ফুল ফোটে ছোঁয়ায় স্নিগ্ধ সিন্ধু !!


বিজন বেলায় বসে নিজকে ভাবো তুমি ,
আয়নার মত পাবে দেখতে বলছি আমি ।