ছাপান্ন প্রহরের ক্ষণ শেষে -
এই তো প্রতীক্ষিত দিবসে ,
স্বপ্ন ছিলো খাঁচায় বন্দী মুক্ত পাখি ,
আকাশ দেখবে ••• সবুজ অরণ্যের স্নিগ্ধ সমীর স্পর্শে,
ক্লান্তি জুড়াবে ,নির্ঝরের ধ্বনির সান্নিধ্যে -
ওম মেঘের ভেলায় ভেসে ভেসে স্বপ্নিল প্রজাপতি হবে !!
সেই জগতে মিলেমিশে সুরের মূর্ছনায় মোহিত রবে•••
কি হলো !এক ক্ষণের মৃদু দমকা হাওয়ায় ,
সব এলোমেলো হয়ে গেলো !!
স্রোতে ভেসে গেলো পাল তোলা নৌকা •••
অজানার পথে !!!
এভাবেই সকল আশা -স্বপ্ন ,নিরাশ চিত্ত -
নিয়েই পাখি ওড়ে চলে একা ঐ
সেই চেনা পথে ,
অহোনিশি যুগ যুগ ধরে !!!