স্বপ্নময় মন ছিন্নভিন্ন
ঝড়ের তান্ডব গ্রাসে,
অচিন দ্বীপে প্রহর কাটে
ক্ষত অাশীবিষে।


নিঃসঙ্গ পথ বেছে নিয়ে
টলমল তার জীবন,
মুক্তি খোঁজে অবুজ সবুজ
জলে ভরা নয়ন।


পথটা চলতে হোঁচট খাচ্ছে
নীরজা পথের অাশে,
বন্ধু বেশে ছোবল মারে
যারা থাকতো পাশে।


প্রবঞ্চকে ভরা ভবে
সত্য বুঝবে কবে?
অালোর ভেলায় ঘুমে কাটলে
শ্যাওলার মতোই রবে।