অশ্রুজলে কাটছে যাদের নিত্য প্রহর বেলা ,
কোন্ দোষেতে তাঁদের সাথে করছি মোরা হেলা ?
জন্ম থেকে যে দরদী উজাড় করে দিলো ,
শেষ বয়সে রক্তের কাছেই ঘৃনা ধিক্কার পেলো !
ওই নরাধম বলছি তোকে যার কারণে এলি ,
সুখে দুখে আগলে রাখে তাকে কি বা দিলি ?
কষ্ট দিয়ে রেহাই পাবি কাঁদবি সারা জীবন ,
সুখের দিশা পাবি নাকো হলেও তোরি মরন !
মা জননীর পায়ের নীচে স্বর্গ যেমন আছে ,
মায়ের দোয়া নাহি জোটে জীবন হবে মিছে ।
সময় আছে স্রষ্টা যাকে দিলেন শ্রেষ্ট সন্মান ,
সেবা -যত্নে বিলীন করে শোধো রে ঋণের দান ।