এক .
কতো প্রেম কতো প্রীতি
ভালোবাসা অটুট বন্ধন ;
বিশ্বাস ,আস্তার এক নিগুঢ়
রহস্যে এগিয়ে চলে ...
টিকে থাকে অনন্তকাল ।


দুই .
স্পর্শে ,দায়িত্বে ,মমতার -
ফুলেল সুবাসে ছন্দের স্রোতধারা
অক্ষুন্ন রয় ...প্রশান্ত থাকে
প্রমত্ত হয় যুগল সান্নিধ্যে ।


তিন .
ভূমিকম্পের মতো নিমিষেই চূর্ণ -বিচূর্ণ ,
ভেঙ্গে -চুড়ে বিনাশ ঘটে ;
শত আরাধনা ,যত্নে আচ্ছাদিত
স্বপ্নের ভুবন -
খন্ড -বিখন্ড ,ক্ষত -বিক্ষত হয়
শুধু
একটি অপ্রত্যাশিত ঝড়ে ..!!!


চার .


জীবন ! তুমি বড়োই অদ্ভূত !!
প্রেম -প্রীতি -ভালোবাসা ,শ্রদ্ধারও
বিবর্তন ঘটে ;কিছু জানা ,
কিছু অজানা সমীরে ;যে সমীরের
অস্তিত্ব সুপ্ত থাকে 'রহস্যে ।'