ক্রোধে সুপ্ত সত্য বের যে হলো ,
অবাক বিস্ময় চোখ তাই এলোমেলো !
কত বচন বেরিয়ে যায় মুখে ,
মিথ্যেরা সব ফোটে ,দেখি দুখে !!


দর্শনার্থী যারা দেখেন –শুনেন
আড়াল মঞ্চে মিথ্যার জালটা বুনেন !
দ্বিধা-দ্বন্দ্বের গোলক ধাঁধা মনে ,
ভুল ভুবনে তীর্যক  চোখটা জনে !


কত কিছু অজানাতেই আছে ,
নিত্য স্বজন আপনার , না মিছে !
কাঁচের নীড়ে স্বপ্নবিলাস মোরা ,
কি যে হবে জানি নে ,সব গড়া ।


কি সে মুক্তি বলা যত সরল ,
আমি তো দেখি পদে পদে গরল !
জীবন যাবে সত্য-মিথ্যার খেলায় ,
যে ভাবে ওই চলছে রঙ্গ মেলায় !!