প্রত্যাশার লাল গোলাপের এক একটা পাপড়ি ঝরে গেছে ...
আনাচে-কানাচে নীরব ক্ষণে চুপচাপ অশ্রু বিসর্জন দিচ্ছে অবুঝ-সবুজের দল ! তিল তিল করে সঞ্চিত বুনে যাওয়া আশার চাদর ছিঁড়ে গেছে ,এক অদ্ভূত গ্যাঁড়াকলে !!
চরম বৈষম্যের প্রতিকূল সমীরে তথাকথিত পিছিয়ে পড়াদের ঠাঁই হয়েছে নায্যমূল্যের দোকানে !!
স্বর্ণপদবীধারীরা সেই আগের মতোই ...
যেমন ছিলো ,থাকে ,থাকবে
ফুলেল সুবাসিত ঝকঝকে তকতকে
গুলবাহারের সতীর্থ হয়ে ,
পথ চলবে “টাইটেল”,বুকে বেঁধে !!
এরাই কর্ণধার আগামীর ...
আমি বলি ,ওরে সবুজ সোনা ...
ঘুরে দাঁড়া ,মাজা শক্ত করে
জ্ঞানে-মানে -শিক্ষা দীক্ষায় ,
সব প্রতিকূলতার প্রাচীর ভেঙ্গে এগিয়ে যেতে হবে ,চুরমার করে সব অহংবোধ !
কী নেই তোর মাঝে ?
আমি জানি আছে , চরম পরম বাস্তবতাকে জয় করে তুই পথ চলিশ
সুখের পায়রা তো তুই নোস !
যেথায় হয়েছে ঠাঁই ,তাকে আগলে ধরেই ...
ছিনিয়ে আনতে হবে বিজয় মুকুট !
আমার বিশ্বাস ,হ্যাঁ তুই পারবি ...
তোর শরীরে আছে সোঁদা মাটির গন্ধ ,
চেতনায় আছে জয় করার আকাংক্ষা ...
এলিট যারা ,ওদের মতো তো তুই সুখের সাগরে ডুব দেবার নয় ...
মুুছে ফেল্ অশ্রূসব ,
মনে -প্রাণে আত্মবিশ্বাস নিয়ে ঐ লাল সবুজের পতাকার
তুইও যোগ্য সন্তান ,এবার তাও প্রমাণ কর !