বলতে পারো ‘ মানুষ’ কেনো হচ্ছে নিত্য বন্য ,
অবাক লাগে পাল্টে যাচ্ছে কেবল স্বার্থের জন্য ।
সকল রীতি -বিধি বিধান পায়ে দলেমলে ,
নানান ঢঙ্গে মানুষ এখন উল্টো রথে চলে !


বড় হতে তোয়াজ লাগে যোগ্যতা সব মিছে ,
সততার পথ সবুজ দেশে রয়ে যাচ্ছে পিছে ।
শিক্ষা দীক্ষা সব হারালো মিথ্যাই এখন সবই ,
ঠকানোই আজ প্রধান কর্ম এটাই যেনো হবি !


গরু -ছাগুর কদর অনেক এরাই এখন চড়ায় ,
সব খানেতে চেয়ে দেখি এরাই করছে বড়াই ।
লাল সবুজের দৈন্যদশা দেখার কেহ নাই রে ,
কথার শুধু ফুলঝুরিতে মুক্তি খুঁজে পাই রে ।


এই পরিবেশ গলার কাটা হবেই একদিন দেখো ,
সেদিন বন্ধু দূরে তো নয় মনে কথা রেখো ।