মনটা বলে খোকা তুমি কাঁদছো কেনো বলো ,
হরিৎ বর্ণের পাবে নাকো কালোর মাঝে ধলো ।
স্বার্থে হাসে আচরণে মিষ্টি কথা বলে ,
দুনম্বরে ছেয়ে গেছে কাজটি করে ছলে ।


আজব ধরায় প্রজাপতির রং টা তুমি দেখো ,
সুখে রবে অর্থ পাবে স্বভাব দেখে শিখো ।
শান্তি তোমার উবে যাবে ছটফট জ্বালায় রবে ,
নীরজা পথেই প্রশান্তির ঘর সত্য সুন্দর হবে ।


এ দুনিয়া ক’টা দিনের ভুলে গেছি মোরা ,
বন্ধন শূন্য একা সবে হচ্ছি ছন্নছাড়া ।
সৌহার্দ আর প্রীতি ছাড়া সুবাস নাহি পাবে ,
মোমের মত গলে গলে শিখা দাও রে ভবে ।


কি বা পেলাম কী হারালাম চিন্তা নাহি করো ,
প্রেমের সুধায় আলো দিয়ে নতুন ভুবন গড়ো ।