অস্বস্তির ঐ ঘূর্ণিপাকে আমজনতার
নীরব কান্না শুনতে পারো ,
চেয়ে দেখো শত শত নির্বিচারে
লাঞ্ছিত হয় পথেঘাটে কেনো মারো ?
স্বাধীন দেশে বুক ফুলিয়ে চলা কঠিন
মার খাচ্ছে ঐ পথে ঘাটে ,
বৈষম্যের এই যাঁতাকলে এলিট যারা
সুখে আছে দখল মাঠে !
সেই জামানা মুছে গেছে কবে বলো ?
যেমন ছিলো তেমন আছে ,
মানুষ শুধু ঢুকে গেছে পোষাক তলে
চেতনা সব দেখছি মিছে ।
গভীর -নিবিড় ভাবতে হবে যারা ভাবো
চেয়ে দেখো দৃষ্টি মেলো ,
কারা 'ওরা' ,লুটে খাচ্ছে সবুজ ঘাসে
বঞ্চিতরা কী বা পেলো ?
সময়ের সুর বাজবে যখন করুণ সুরে
পথ পাবে না ক্লান্ত বেলায়
মোটা ফ্রেমের চশমা খোলো মনের সূর্য
আজি খোলে আর নয় হেলায় !!!