হারাই গেছে বন্ধু আমার পদ্মা নদীর ধারে ,
আমার এ মন ভালোবেসে দিয়েছিলাম যারে ।
কথা ছিলো দুজন মিলে থাকবো সুখের নীড়ে ,
বহুদূরে চলে গেছে স্মৃতি মনে পড়ে ।
ফাগুন বেলায় বকুল তলে কত কথা হতো ,
সবুজ বুকে বৈশাখী ঝড় দেখলো না সে ক্ষত !
িত্রভুবনে তাকেই আমি দিয়েছিলাম মনটা ,
বুঝলো না সে নিবিড় করে নির্জন কেন ক্ষণটা !
পদ্মার ধারে স্মৃতির পাড়ে বসে থাকি একা ,
মনটা বলে হয়তো আমি পাবো তারি দেখা ।
তবু বলি সুখে থাকো কষ্ট দিয়ে মোরে ,
দিন ফুরালে শূণ্যতাতে দেখা দিও ভোরে ।