অল্পেই তুষ্ট হয় না ভ্রষ্ট
সবুজ - শ্যামল ধনে ,
পেট ভরে না ধূসর অর্থে
লিপ্ত নিত্য রণে !


হালাল- হারাম সবটার মাঝে
দুচোখ মেলে দেখো ,
অন্তর রুগ্ন সব পথে যায়
নীরজা পথটি আঁকো ।


কৃপণতা হিংসা -বিদ্বেষ
প্রাচুর্য্যেই সব ঘটে ,
হাওয়ার বেগে গন্ধ দেখো
মুখে মুখে রটে ।


সত্যবাদী বিনয়ীরা
মৃত্যু স্মরণ করে ,
স্রষ্টার সন্তোষ লক্ষ্য রেখেই
সরল পথটি ধরে ।


হায়াৎ তোমার এক সেকেন্ডেই
ভঙ্গ হবে লীলা ,
একা এলে একাই যাবে
পড়ে রবে বেলা !


বিবেক তোমার যে দিয়েছেন
তাকেই স্মরণ করো ,
উম্মত তুমি তারই সুন্নাহ্
আঁকড়ে তুমি ধরো ।