কত সহজ সরল পথে
দিন -রাত যাচ্ছে দেখো
কোন মহিমায় সুখের সাগর
সত্য বুঝতে শেখো ।


বছর গেলো যুগ ফুরায়ে
অটুট বন্ধন দীপ্ত
সন্ধান করো মনটা দিয়ে
স্নিগ্ধ আলো সুপ্ত ।


এ দুনিয়ায় কত মানুষ
মিল পাবে না খুঁজে
রহস্য যা সব খানেতে
দেখো চক্ষু বুজে ।


সোনার মানুষ হতে সবাই
চেষ্টা করে কর্মে
কে ভালো রে কে বা মন্দ
বলা আছে ধর্মে ।


যার যতটুক পাওয়া আছে
পাবে ভুবন মাঝে
দিন কখন ও রাত হবে না
দিবস গিলে সাঁঝে ।


বিস্ময় লাগে নিদর্শনে
কত মহান প্রভূ
প্রার্থনা মোর পথ হারাদের
ছায়া দিও তবু ।