সন্ধ্যার স্থিতিশীল সময় , ঘটনা ঘটে যায় ।
বিপন্ন পথঘাট ধূলোমাখা ঝড় ,
আকাশের সামিয়ানা পোড়ে - বিদ্যুৎ চমকে ।
ক্লান্তির ছাই উড়ে যায়- বোমার শব্দে ।
এক মুঠো কাচ চোখে এসে পড়ে ।
তার স্বপ্ন ভাঙে -
হাত বাড়িয়ে দেয় জানালা দিয়ে
বৃষ্টির সব জল কোশ মেপে রাখে ।
চিৎকার করে আর নয় , আর নয়..
শরীর কাঁপে, বেদনার স্ফুলিঙ্গ ফুটে ওঠে ।
স্পষ্ট দেখতে পায় অসহায় মুখের লাশ ,
চারদিকে শুধুই লাশ ।