এখন সু-স্বপ্নের রাতগুলো সার্থক কাটে আমার ,
বাসা বেধেছি নদীর বুকে ,
সুখ-স্বপ্নগুলো ভাগ করে খাই ;
হয়তো এভাবেই কেটে যাবে কিছু বছর
তারপর হারিয়ে যাব ঐ নীল মেঘে ।
ধূলিকনার সাথে ভেসে বেড়াবো ..
আকাশ ছোঁয়া মাটি থেকে অসীম আকাশে ,
গল্প করবো আমার প্রতিবেশী
           চিল , পরীদের সাথে ।


একদিন যখন বৃষ্টি হয়ে ফিরব !
ভিজিয়ে দেব তোমাকে , তোমার কান্না ধুয়ে যাবে ।
জন্ম হবে আবার  আমার বুকে ,
নিষ্কলঙ্ক রূপে ।