আমি রাতের অন্ধকারে সূর্যকে দেখি
সে এক অজানা স্বপ্নে -
তার চুল আমার চোখে ভেসেছিল ।
.
.
মনে মনে তার যে ছবি এঁকেছিলাম
বৃষ্টির জলে তা ধুয়ে গেছে কিম্বা
ভেসে গেছে অন্য কোন মোহনায় ।
.
.
এলোকেশী ঝড় হয়ে সে এসেছিল
এসেছিল মাধবীলতার মতো
বনলতা সেনের চোখ নিয়ে ।
উন্মত্ত ঝড়ের মতো চোখবাধা সমাজের
নগ্ন শরীরে ক্যানসার নিয়ে খেলেছিল ।
অসময়ের কবিতা লিখেছিল -
রাজপথ , প্রতিবাদ , মৌনমিছিল নিয়ে ।
.


সেদিন তার দু'চোখে আবিষ্কার হয়েছিল
ভয়ের এক নতুন সংজ্ঞা , বেঁচে থাকার আত্মবিশ্বাস ।