জীবনের কার্নিশ ভেঙে পিছলে পড়েছে তার হৃদয়,
চেতনার রক্ত দিয়ে মেরামত করে ফিরবে আগের মতো ।
তার সু-গঠিত মস্তিষ্ককে স্বর্ণলতার
শিরা-উপশিরাগুলি বিকৃত করে দেয় ।
বার বার মনে পড়ে-
মনে পড়ে সেদিন রাতে যখন দমকল
এসেছিল আগুন দিতে -
কত আগুন ......
মর্তের চারদিকেই দাউ দাউ করে জ্বলছে ।
.
.
.
সবাই আসে
একটু করে আগুন দিয়ে যায় ।
সব উপহার পাওয়া আগুন ডায়েরির পাতায় গুছিয়ে রাখে ।
মাঝে মাঝে ঝলসে ওঠে ,
পাতাগুলোর ছাই তার কপালে তিলক কাটে
নিরাকার সময় বিবর্ণ শরীরের পোড়া গন্ধ শোকে ।
গন্ধের দাগ লাগে পার্থিব বস্তুর
প্রতিটি শিরা -উপশিরায় ।
তবু কেউ আগুন নেভায় না ,
কেউ নেভাতে আসে না