যে প্রেম দেখেছিলাম আমি সর্বনাশা চোখে
তা অস্পষ্ট হয়ে গেছে মরূভূমির কুয়াশায়
মাটির গন্ধে এখন আর বৃষ্টি নামে না ,
যৌবনের বৈতরনী পার করে সে আজ নিমেষে হারিয়ে যায় ।
ইচ্ছেগুলো জমাট বেঁধে যে পর্বত হয়েছিল
তার চূড়ায় আজ বিষাক্ত স্মৃতি বাসা বেঁধেছে ।


এখন সিগারেটের ধোঁয়ায় সুখ খোঁজে ঠোট ।
স্পর্শের কাছাকাছি আর কোন নীরবতা নেই
যার বুকে 'জীবন' লিখেছিলাম -
সে বুকে কেউ পেরেক ঠুকেছে ,
একটি ঠোঙায় তাকে 'প্রেম' উপহার দিয়েছিলাম ।


জীবনের জীর্নতায় সে ছুটেছে যাযাবরের মতো ,
সেই সাঁওতালি মেয়েটি আজ তীক্ষ্ন দৃষ্টিতে খুঁজে বেড়ায়-
শুধুই সাপের গর্ত ।