রক্ত মাখা হাত ইশারা করে
উচ্ছনে যাওয়া সমাজকে তছনছ করে দিতে ।


বিবেক বারবার প্রশ্নচিহ্নের মুখে
দংশিত মন প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে
একটা , দু'টো , তিনটে নয় -
চেতনার বুলেটে ঝাঝরা হয়ে যাক্ গোটা দেশ ।
মানবতার সন্ধিক্ষনে গজিয়ে উঠুক কচি সবুজ পাতা ।


ভাঙা কাচে প্রলেপ দেওয়ার  অর্থহীন সময় চমকে দেয়-
নাইন এম . এম , এ.কে ফর্টি সেভেন
যখন তার হারিয়ে যায়
লেখার মতো কোন কলম ,
রঙ তুলিতে ছাপ রেখে যাওয়ার মতো
কোন অস্তিত্বের ক্যানভাস