ফুটেছে পলাশ
ফুটেছে শিমুল
দুয়ারে বসন্ত দাড়ায়ে,
মৌমাছি  বনে
ফুলে গুঞ্জনে
দেবে নাকি হাত বাড়ায়ে?

উদাসী পবন
কোকিলা বিরহী
ঘন প্ললবে ছায়া বনপথ
বিরহী পরান
বিরহিণী পানে
ছুটিতে বাধা শত মত।

তবু আমার এ পরান
তোমারি স্বপনে
শত স্বপন বুনিয়া
বরনে তোমায়
বাধিছে যে হার
কত শত ফুল তুলিয়া।

যত লাল ছিল কৃষ্ণচুড়ায়
যত লাল ছিল শিমুলে
যত ঘ্রাণ ছিল কামিনী পলাশে
দিয়েছে সকলে সমুলে।

শুধু তোমারি লাগি
এ পরান বিরহী
আছে যে এখনো বসিয়া
নিয়ে শত সুধা
শত বসন্ত বিরহ
গাহিবে পরানো ভরিয়া।।