দেখিনাই আমি মুক্তিযুদ্ধ


বেলাল আহমদ রিজন


দেখিনাই আমি
মুক্তিযুদ্ধ,
দাদার কাছে
শুনেছি,
গুলি করে বাঙ্গালীর উপর,
টেলিভিশনে তা দেখেছি ।


হত্যা করে নির্মমভাবে,
সকল পেশার মানুষকে,
মানুষ থাকে ভয়ে ভয়ে,
নির্যাতন করে মহিলাদেরকে ।


25শে মার্চএকাত্তরের,
মেরে ফেলে অনেক মানুষ ঐরাতে,
অনেক মানুষ প্রাণ বাঁচাতে,
পারি জমায় ভারতে ।


গ্রামের ঘর-বাড়ী,হাট- বাজার,
পুরে ফেলে পাকেরা,
মৃতদেহ খেতে আসে,
দলে দলে কাকেরা।


তার পরেও বাঙ্গালীরা,
একে বাড়ে দমায় নি,
বঙ্গবন্ধুর নেতৃত্তে,
গড়ে তোলে মুক্তিবাহিনী।


তার পরে শুরু হল,
বাঙ্গালীর মুক্তিযুদ্ধ,
সকল পেশার মানুষেরা,
হয়ে গেল ঐক্যবদ্ধ।


নয় মাস যুদ্ধ করে,
বাঙ্গালীরা করল দেশকে স্বাধীন,
বাঙ্গালীদের কোনোদিন আর,
থাকতে হবেনা পরাধীন।


বাঙ্গালীরা যদ্ধ করে,
যুদ্ধ করল শেষ,
তার পর মুক্তি পেলো,
সোনার বাংলাদেশ|