এই বাদলা দিনে,
বসে মন না ঘরে।
কোন দূর অজানায়
বেড়ায় ঘুরে ঘুরে।
অলস প্রহর ভালো লাগে,
মন উড়ে যায় বৃষ্টির সুরে।
সবুজ ঘাসের ভেজা মাঠে,
হাঁটতে ভীষণ ইচ্ছা করে।
কোন শান্ত নদীর শান্ত স্রোতে,
ছোট্ট নায়ে বৈঠা হাতে,
ভাসার কথা ভেবে ভেবে,
মনের মাঝে চমক জাগে।
বৃষ্টি ধারার অরূপ সুরে,
হারানো দিন আসে ফিরে।
শৈশবের স্বপ্নের দিন,
মনের কোনে আজো রঙিন।