চোখের ও ভাষা আছে,
আসো যদি কাছে,
এক নিমিষে বুঝে যাবে,
চোখে চোখ রেখে।
মনের ও আংগিনায়
স্বপ্ন খেলা করে।
সবুজ ঘাসে মিস্টি রোদে
তাদের ছায়া পরে।
দেখেছো কি তুমি
ক্ষনিক তাকিয়ে?
গাছের হলুদ পাতাগুলো
পড়ছে ছড়িয়ে,
তোমার পথের প'রে।
ভালবাসো ভালবাসো
ভালবাসো বলে।
নীল আকাশের নিচে
মেঘের ও পাশে,
সূর্য যখন অস্তাচলে,
মুখ লুকাতে থাকে,
সিঁদুর রংগের আলো এসে
প্রিথিবিকে ঢাকে,
তারি মাঝে তুমি
হাত রেখো হাতে,
ক্ষনিক স্পর্শে ভালবাসা
স্বপ্ন মনে হবে।