আকাশ মেঘলা, মেঘলা বাতাস।
মন উড়ে যায়, সুদূর অজানায়।
উড়ু উড়ু মেঘ, উড়ু উড়ু মন,
খুঁজে সারাক্ষণ,
হয়তো তোমায়, তুমি জান না, হায়!
মন উড়ে যায়, সুদূর অজানায়।
হয়তো তোমায়, পেয়েও পাব না,
সবই বুঝ, না কি কিছুই বুঝ না,
আমি জানি না।


ভিজে চারপাশ, ভিজছে আকাশ।
বৃষ্টির জল, ঝরে অবিরল।
স্বপ্নের মত সব মনে হয়,
স্বপ্ন সে তো নয়।
শুধু আমি জানি, তুমি জান না, হায়!
মন উড়ে যায়, সুদূর অজানায়।
হয়তো তোমায়, পেয়েও পাব না,
সবই বুঝ, না কি কিছুই বুঝ না,
আমি জানি না।


আকাশের নীল, আরও বেশি নীল,
বৃষ্টির শেষে, সূর্যের দিন,
পাতারা সবুজ, আরও বেশি সবুজ,
শুধু মনটা আমার কেন যে অবুঝ,
সবাই বুঝে, শুধু তুমি বুঝ না, হায়।
মন উড়ে যায়, সুদূর অজানায়।
হয়তো তোমায়, পেয়েও পাব না,
সবই বুঝ, না কি কিছুই বুঝ না,
আমি জানি না।