যে গানের হয়নিকো সুর,
যে গানের কোন কলি হয়নি গাওয়া,
সে গান তোমায় দিলাম উজাড় করে,
সুর দিয়ে কণ্ঠে তুলে নিয়ো তা ।


যে পথে হয়নি কভু চলা,
সে পথে চলবো বলে পথে নেমেছি,
পথের সঙ্গী হয়ে থেকো পাশে,
পায়ে পায়ে চলে যাব অজানা পথে।


যে কথা হয়নি কভু বলা,
তোমার কানে কানে, সঙ্গোপনে ,
সে কথা দিয়ে আমি সাজিয়েছি সুর,
তার মাঝে ডুবে থাকি রাত্রি দুপুর।


যে জলে হয়নি কভু ভাসা,
যে জল কাঁদিয়ে আমায় বয়ে চলে যায়,
সে জলের কলতান ভুলেও কি তোমার,
ভাবনার দুয়ারে কড়া নাড়ায়।


যে স্বপ্ন হয়নি কভু দেখা,
যে স্বপ্ন গোপনে পুষে রেখেছি,
তোমায় দিব আমি সব টুকু তার,
তোমায় ঘিরেই তো স্বপ্ন আমার।