জীবনের সাদা ক্যানভাস,
খুলে দিয়ে তার গোপন ভাঁজ,
ডেকে শুধায় আমাকে,
প্রিয় কোনো ছবি আঁকতে।
তেলে জলে মিশানো রঙের কৌটা,
কি রঙ নিব ভাবছি তা,
সাদা পাতা ভরে যায় ধুলোতে,
স্বপ্নেরা ভেংগে পড়ে শুরুতে।
নিয়নের আলো নাকি চাদের কিরন,
নলকার পানি নাকি বৃষ্টির জল,
ভেবে ভেবে হই সারা দিনমান,
ক্যানভাসে একে ফেলি নীল আসমান।
ভবঘুরে  মাছি আসে জোড় করে,
তাড়াতে গিয়ে দেখি দাগ পড়ে,
নীল আকাশে লাগে ধুসর ফোঁটা,
এভাবেই কেটে যায় জীবনটা।
তুমি আমি বাস করি এক নৌকাতে,
কেঁপে উঠে একটু দোলাতে,
পালে পালে হাওয়া আর লাগেনা,
উজান পথে যাওয়া হলোনা।
ঘুনপোকা রংতুলি খেয়ে খেয়ে যায়,
বাইরে থেকে বোঝা ভীষন দায়,
ধুসর ক্যানভাসে কিছু হয়না আঁকা,
শুকনো খটখটে রঙের কৌটা।