যে ক্ষতে প্রলেপ দিলে শোণিত ঝরে,
থাক না সে ক্ষত মোড়া ব্যথার চাদরে।
যে প্রেমে হৃদয় মাঝে বেদনা বাড়ে,
থাক না সে প্রেম কথা সুপ্ত অগোচরে।


মেঘের আড়ালে যদিবা হারায় নিশি,
চাঁদনী বিলাবে কি করে পূর্ণ শশী।
ঘোরলাগা তমসাতে হাতড়িয়ে ফিরি,
প্রিয় কোন অনলে জ্বলেপুড়ে মরি।


ধ্রুব তারা দিশা দেয় আগের মতন,
পথ ভুলে গোলকধাঁধা  যখন তখন।
সরাতে পারিনা বাঁধা দুহাত ঠেলে,
দাঁড়িয়ে থাকে দ্বিধা পাহাড় তুলে।


মাঝ বেলায় বাসন্তী হাওয়ার দাপটে,
কারা এসে তাড়া দেয় মনের কবাটে।
ইচ্ছে করে সব কিছু করি সমর্পণ,
পিছু হতে টেনে ধরে প্রিয় কোন জন!


সম্মুখে কে ডাকে ঐ, আলো না আঁধার?
একই বৃত্তচাপে বন্দী জীবন আবার।
মধ্যবিত্ত মনে জমে কি আজব বোধ,
সজ্ঞানে করে চলে প্রণয় প্রতিরোধ।


(ঢাকা - ০২/০৩/২০২২)