আঙিনাতে তোমার চরণচিহ্ন,
আমার মন বিরহে বিষণ্ণ।  
রৌদ্র মেঘের লুকোচুরির মাঝে,
এসেছিলে হঠাৎ সেদিন সাঁঝে।
নুপুর ধ্বনি শুনে চেয়ে দেখি,
বকুল তলায় তুমি একাকী।
ঝরা ফুলে ভরা তোমার আঁচল,
চোখের তারায় ভীরু মৃদু কাঁপন।
এদিক সেদিক ইতিউতি চেয়ে,
পালিয়ে গেলে সদর দরজা দিয়ে।
ঘাসে ছাওয়া নরম মাটির পরে,
চরণ চিহ্ন লুকায় অগোচরে।
শ্যাওলা তাতে জমে দিনে দিনে,
তোমার ভাবনা আসে শুধু মনে।


বকুল ফুল তেমনি ফুটে থাকে,
ঝরা ফুল ঘাসের প’রে লুটে।
এদিক পানে আসো না আর তুমি,
অপেক্ষাতে অলস প্রহর গুনি।  
তত্ত্ব তালাশ নিই যে কেমন করে,
লজ্জা এসে দাঁড়ায় সম্মুখ জুড়ে।
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি,
সেদিন তুমি সত্যি ছিলে কি?
নাকি ছিলে কল্পলোকের দেবী,
হঠাৎ দেখা অলীক কোনো ছবি।