আমি ভাসবো জলে, উড়ব নীলে।
পাখির মত ডানা মেলে।
স্বপ্ন ভরা আকাশটা কে,
ছুঁয়ে দিব আলতো করে।
তুমি কি বন্ধু থাকবে পাশে,
এমনি করে হাতে হাত রেখে।


আমি পা বাড়াব সবুজ ঘাসে,
মেঠো পথে বনের পাশে।
গাছের পাতার অন্ধকারে,
সন্ধ্যার আলো নিভে এলে।
তুমি কি বন্ধু থাকবে পাশে,
এমনি করে হাতে হাত রেখে।


আমি ভিজবো জলে বৃষ্টি হলে,
অঝোর ধারার বর্ষার কালে।
মনের যত ক্লান্তি আছে,
ধুয়ে যাবে জলের স্পর্শে।
তুমি কি বন্ধু থাকবে পাশে,
এমনি করে হাতে হাত রেখে।


যখন আঁধার আসবে নেমে,
দিনের আলো সাঙ্গ করে।
পা বাড়াব আলোর খোঁজে,
স্বপ্ন গুলো মুঠোয় পুরে।
তুমি কি বন্ধু থাকবে পাশে,
এমনি করে হাতে হাত রেখে।