ছেলেবেলা যার হারিয়ে গেছে, পায়নি যে সেই অনুভূতি
কৈশোর যাহার কাটলো কলে, নাই কিছু তার কিশোরী স্মৃতি।

মা’এর মমতা পা; পিতার স্নেহ পা
সবার আদরে তোরা একেবারে উচ্ছনে যা
তোরা স্কুলে যা; তোরাই শিক্ষিত হ;
তোদের জন্য শুভ কামনা!
তোরাই ফুর্তি কর; তোরাই ঘুরে বেড়া।।

তারুন্য যার যাচ্ছে চলে, হোচট ধাক্কার মাঝে
মন পুড়ে ছাই হইলো যাহার, হাজার দায়ের ভাজে।

তোরা উদাসীন হ; তোরা স্বার্থপর হ
তোরা দেখিস না চোখে; তোরা ঘুমিয়ে থাক
তোদের নাই লাজ; তোরাই কাপুরুষ হ;
তোদের জন্য শুভ কামনা!
তোদের জয় হোক; তোরাই এগোতে থাক।।

দ্বীপ যাহারা জ্বালিয়ে দিলো, আধারে রইলো তাদের ঘর
ভালোবাসা যারা শিখিয়ে গেলো, হলো না তাদের সংসার।

তোরা ঠকিয়ে যা; তোরা ভন্ডামি কর
ভালোবাসিস না জানি; তোরা উপভোগ কর
স্ত্রী জোটে তোদের; তোদেরই জোটে বর;
তোদের জন্য শুভ কামনা!
তোদেরই সংসার হোক; তোরাই বিস্তার কর।।

সবকিছু যাদের ছিল আগে, পায় যে সবই তারাই আবার
যে মানুষজন সর্বহারা, জোটে না আর তাদের খাবার।

তোদের দোষ নাই; জগতের নিয়ম এটাই
তোরা ভালো থাক; তোরা সুখে থাক
অভাবি’র যে খিদা বেশী; বিধাতার সে হুশ নাই;
তোদের জন্য শুভ কামনা!
তোদেরই ভালো হোক; তোরাই বেঁচে থাক।।
KKB-04.08.2016