হয়গো তেমন জোয়ার-ভাটা; যেমন হতো আগে
বাড়ছে কিছু লোটা পোটা, গ্রীষ্মে আর মাঘে;
প্রাণী নামের যন্ত্রগুলো, আসছে ঘুরে যাচ্ছে
এই গ্রহ যেমন ছিল, তেমনই ঠিক আছে!!

পূর্নিমাতে আলোকবন্যা, অমাবশ্যায় আধাঁর
রবি’র আলো পরলে ঢাকা, চমকে উঠে অন্তর;
চব্বিশ ঘন্টায় একবারইতো, এই গ্রহ ঘুরবে
এই গ্রহ যেমন ছিল, তেমনই ঠিক রবে!!

বন-বাদারি হচ্ছে উজাড়, গড়ছে কিছু অংশ
বংশ থেকে বংশ বিস্তার, ধ্বংশ থেকে নাইযে নিস্তার;
যেমনতর ঘুরছে ভূবন, তেমন করেই ঘুরবে
এই গ্রহ যেমন ছিল, তেমনই ঠিক রবে!!

জীবনচক্র কঠিন এমন, কার তরে নয় কেহ
মিছামিছি তুমি-আমি, ফালতু মায়া-মোহ;
জীবন সফর সাঙ্গ হলে, চলে যেতে হবে
এই গ্রহ যেমন ছিল, তেমনই ঠিক রবে!!


KKB-20.06.2016