“টাকা” “টাকা” করো কেন, “টাকা” দিয়ে কি হয়রে ভাই
“টাকা” ছাড়া জীবন মিছে, জীবনের মাঝে “টাকা”টাই চাই।
“টাকা” যদি না থাকে তোর, সব কিছু থেকেও লাগবে ফাকা
“টাকা”ই জীবন, “টাকা”ই মরণ, সবই হয়গো থাকলে “টাকা”।

সহজে “টাকা” যায় না ধরা, “টাকা”ও সহজে দেয়না দেখা
পাবেই তুমি সেই পরিমান, যাহা তোমার ভাগ্যে লেখা।
“টাকা”র পিছে ছুটে কি লাভ, যদি থাকে কপালে
“টাকা”ই আপনি দিবে ধরা, সকাল না হয় বিকালে।

“টাকা” দিয়ে হয়তো সব হয়, আবার হয়না কিছুই
হয় না কি কি জানতে পারো, করলে মাথা নিচু।

“টাকা” দিয়ে বই কেনা যায়, যায়না কেনা “জ্ঞান”
সমীহ পাবে “টাকা”র কারন, পাবে নাকো “মান”।
“খাদ্য” কিনতে পারবে তুমি “টাকা”র বিনিময়
কিনতে পারবে আরও কিছু “ক্ষুদা” কিন্তু নয়।

“ঔষধ” কিনতে পারবে দামী, “জীবনটা” তো নয়
“জাজিম” কিনে লাভ কি বল, “ঘুম” যদি না হয়।
বিশাল একটা “বাড়ী” বানাও, লাভ কি তাতে হবে
“সংসার” তোমার না টিকলে তা, মিছেই পড়ে রবে।

“বিলাসিতাও” আসবে তোমার “টাকার” কারনে
“সংস্কারগুলো” হয় না টাকায়, বলেন “গুনী”জনে।
“আমোদ” কেনা যায় অনেক ভাই, “সুখ” কি কেনা যায়
“সাজ সজ্জা” যায়গো পাওয়া “সৌন্দর্য্যটা” নয়।

“টাকার” জন্য বন্ধু পাবে, “বন্ধুত্ত্ব” হয় হৃদয়
“বান্ধবীও” জুটবে প্রচুর “জীবনসঙ্গী” নয়।

“মা” এর মতন এমন একজন, পাবে কোথায় বল
“টাকা”য় বাঘের চোখ মিললেও, মিলে না “মা” এর কোল।
“মা” কথাটি এত মধুর, পারবি না ভাই কিনতে
এ সম্পদটি নাই যাহার তার, শূন্য সবই বৃত্তে।

মন্দির – মসজিদ – গীর্জা আরও, বানাতে পারবে মঠও
“ভক্তি” পাবে কোন দোকানে, খুলবে না সেই জটও।
“পাসপোর্ট” আছে অনেক দেশের, যেতে পারবে ঘুড়তে
“বর্ডার” পার করলেও সেটা, মূল্যহীন জান্নাতে।

“টাকা” “টাকা” করিস না ভাই, “টাকা” না কারো সঙ্গে যাবে
সব সমস্যার মূলেই টাকা, “টাকায়” ঘোড়ে জীবন চাকা,
উপর থেকে আসলে ডাক, “টাকা” দিবে না কোন বাধ
ছাড়তে হবে এই দূনিয়া, “টাকা” সবার পরেই রবে।।

কেকেবি- ১৫.০৯.২০১৪।